দুটি মন পাশাপাশি, গুটিগুটি শুয়ে
কিছু কথা মুখোমুখি পাশ ফিরে শোয়
ভাবনার মেঘগুলো ভাটিয়ালি স্রোতে
রাত্রি নিঝুম হলে সময় ঝিমোয় ।
কিছু কথা দানা বাঁধে, ফুল হয়ে ফোঁটে
কিছু কথা অঙ্কুরে আগুন জ্বালায়
কথা পিঠে কথারা এগিয়ে চলে
কাঁকড়ে ঠোঁকর খেয়ে রক্ত ঝরায় ।
মনে মনে কাঁটাকাটি পাশাপাশি বসা
মন দিয়ে বসে থাকা শুধু প্রত্যাশা
একটা দিনের শেষে রাত্রি হলে
নতুন যাত্রা শুরু অকুলে ভাসা !
Comments
Post a Comment