একুশ

তোমার বেদী ঘিরে লোকে লোকারণ্য
গায়ে পাঞ্জাবি জড়িয়ে জ্ঞানী গুণী জন -
কত কবিতা, কত গান, স্মৃতি তর্পণ -
যেন উৎসব শহর জুড়ে !

সকাল থেকেই ব্যস্ততা ভীষণ
তিন জায়গায় আমন্ত্রণ, স্বরচিত কবিতা পাঠ -
আরও একটা বিতর্ক সভা ছিল,
আজকাল বিতর্কে জড়াতে চাইনা তেমন,
তাই বাছা বাছা শব্দে গা বাঁচিয়ে বলা
এই নিয়েই আমাদের " উৎসব - একুশের পথচলা" ।

তুমি হয়তো ক্লান্ত ভীষণ একুশ
হয়তো ভিড়ের মাঝে উৎসুক তুমি
হাজার কথার ফাঁকে বারবার আনমনা হয়ে খুঁজছো সেই শিশুটিকে, যে বলতে পারে
"রাজা ... " থাক সে কথা ।
শত আগ্রাসনে রক্ত জ্বলে না আর,
তুমি তাকে ভালো মানুষি, কাপুরুষতা, ইচ্ছে খুশি বলো
আমার তাতে কি বা এলো গেলো !

তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে একুশ
ক্ষমা করে দিও ,
ক্ষমা করে দিও তোমার উত্তরসূরিকে
এবার, একটু ঘুমাও !

Comments