মহাপ্লাবন

আরও একটা মহাপ্লাবন আসছে ধেয়ে ।
পাহাড়ের চূঁড়ায়, সাগরের গহীন গহ্বরে - 
প্রজাপতির ডানা থেকে খরগোশের ভীরু মস্তিষ্কে -
খবরটা পৌঁছে গেছে কবেই !

গাছেরা তৈরি, শুকনো পাতার পাহাড় সাজিয়ে 
নতুনের আহ্বানে প্রস্তুত !
আশ্রয়চ্যুত পাখিরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ।
এখন শুধু, শুধুই প্রতীক্ষা !

নর্দমার কালো নোংরা জল, উপচে পড়ছে রাস্তায় ।
বাতাসে থোকা থোকা পাপ, যেন পাউডারের আস্তরণ,
শব্দের ইন্দ্রজালে ঘামাচির জ্বালা সারা শরীরে ;
একটা লড়াই শুরু হয়ে গেছে সর্বত্র !
বারুদের দানায় দানায় তাজা রক্তের গন্ধ, 
তবু, দুচোখ জুড়ে ঘুম শেষ হয় না আমার !
শিরায় শিরায় স্বপ্নেরা স্বার্থের নামাবলী চড়িয়ে
এক অবশ্যম্ভাবী মহাপ্লাবনের প্রতীক্ষায় !

সমস্ত প্রস্তুতির সমাপ্তি হয়েছে, শুধু-
একজন "নোয়া" আর একটা শক্তপোক্ত নৌকার
এখনও হদিস পায়নি কেউ -
এই দুর্দিনে একমাত্র সেই, সাহারা হতে পারে !

Comments