আসা আর যাওয়ার মাঝে ছোট্ট অবসর, তার‌ নাম জীবন । ওখানে আছে চড়াই, উৎরাই আর অসংখ্য অসংখ্য মরুদ্যান । ক্লান্তি সেখানে পদ্মপাতায় জল । শষ্যের দানার মত ঘটনাবহুল মুহুর্তগুলো ক্রমাগত মৃত্যু ছুঁতেই জন্ম নিচ্ছে স্মৃতি । স্মৃতি আর স্বপ্ন যেন পুরুষ ও প্রকৃতি - অনন্ত সৌহার্দ্য । ওদের মুহুর্মুহু রমণ, রমণে জন্ম নেয় প্রেম, বিরহ, আনন্দ, বিষাদ । সবাই জানেন তবু বলি, এই অসংখ্য প্রেম, আনন্দ, বিরহ বিষাদ-দের ডামাডোল কোলাহল কলহের বেড়াজালে আমার ঘুম ভাঙ্গতেই বারবার দিন ফুরিয়ে যাচ্ছে । জঠর থেকে জ্বলন বা শুচি, সাইকেলের চাকার মত ঘুরপাক খাচ্ছি । দিশার হদিস টুকে নিয়েছি তবু সময় দিশেহারা ! এত‌এব ... । এত‌এব আবার সেই 'থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড় ..... ।
সাবধান বন্ধুরা, সুপ্রভাত -

Comments