যাত্রা

মৃত্যুর কাছাকাছি পৌছে গেছি ।
সমুদ্রের অলিন্দ পথে অসংখ্য সোপান -
পাহাড়ের ঘামে ভেজা সপ্নীল সূতো বেয়ে
আমাকে পৌঁছে দিয়েছি মৃত্যুর দরবারে ।

আমি ক্লান্তিহীন মৃত্যুকে ছুঁয়ে দেখেছি ।
কখনো জেগেছি আবার কখনও ঘুমন্ত মেঘে
কে যেন ডাকপিয়ন, হাঁক দিয়ে যায়।
চারপাশে সোরগোল, গোল বেঁধে গেলে
জুঁই আর কনকচাঁপার সুগন্ধি মেখে
অপেক্ষায় ছিলাম,  চাই দু'ফোটা গঙ্গাজল ।
কত জল বয়ে যায় সময়ের স্রোতে
আমার আর যাওয়া হয় না !


বই - আমার না বলা কথা 

Comments