স্বপ্ন

আমার স্বপ্নগুলো সত্যি হবে জানি ।
শিউলি শাখে আবার ফুল আসবে,
যে দোয়েল পাখিটি হারিয়ে গিয়েছিল
                    এইতো কদিন আগে -
সে নয়তো তার‌ই কোন বংশধর 
আবারো ডাকবে বসে দোলনচাঁপা ডালে ।

খঞ্জনী বাজিয়ে প্রতি রোববার ভোর
কালা বোষ্টুমী হাঁক দিত "বাবাঠাকুর" -
তার গানে গানে ঘুম যেত কেটে,
                সে আমার শৈশবকাল ।
কালা বোষ্টুমী মাটি পেয়েছে, ক্ষতি কী 
কোন এক বোষ্টুমী নতুন জন্ম নেবে নিশ্চয়ই ।
পায়ে পায়ে কপাট থেকে কপাট যাবে খঞ্জনী
                           ব্যস্ত ভুমিকায় -
আবারো লাল সূর্য উঠতেই হবে ।

যে রাস্তা মুখর ছিল মিছিল স্লোগানে
ওখানে বারুদের গন্ধ আর থাকবেনা ।
যে কলে তালা ঝুলিয়ে ছিল
               কিছু স্বার্থান্বেষী লোক 
একদিন লোকালয়ে তারা নিষিদ্ধ হবেই ।
বন্ধ্যা মাটি ফুঁড়ে উঠবে কচি ধানের শীষ
কাস্তে হাতুড়ি-রা হারিয়ে গেছে, যাক না -
কলে কলে জন্ম নেবে নতুন স্বপ্ন বাঁচার,
আবারো সাম্য ফিরবে, ফিরবে সহিষ্ণুতা,
রাশিয়া - ইউক্রেন, ইসরাইল -প্যালেইস্তান
                        যুদ্ধ থেমে যাবেই -
শান্তি আর শান্তি সমগ্র পৃথিবীতে -
আমি হলফনামা দিতে পারি
        একদিন সবকিছু স্বপ্ন নয় সত্যি হবেই ।


আমার না বলা কথা

Comments