আমার না বলা কথা

অমন চোখ জোড়া তুলে যদি তাকাও
আমি জাহান্নামেও যেতে রাজি আছি ।

স্বর্গের পারিজাত যদি চাও দেবো,
রাণীর মুকুট থেকে কোহিনুর পাথর
হোক জীবনের ঝুঁকি, আজীবন কারাবাস -
আমি দেবো, হোক শত বদনাম  ।
যদি চোখ জুড়ে জল আসে, যদি -
মুক্তোর কণাগুলো নিঙড়ে আনে হৃদয়,
যদি কপট কলহে মাতো মিথ্যা অছিলায়
আমি পাথরে মাথা কুটে প্রাণ দিতে পারি ।

কি আছে ওই চোখে যদি জিজ্ঞেস করো
কালো ভ্রু যুগল কিঞ্চিত কুঞ্চিত করে
ভাবি বলি, ওখানেই হারিয়েছি মন ।
হঠাৎ চাহনিতে বুকের গহীন গহ্বরে
দস্যুর মতো লুটে পুটে নিয়েছো সব ।
শুণ্য কুঠুরিতে এখন স্বপ্নের কুঁড়ি ;
ভাবি বলি, কিন্তু বলি কোন ভরসায় !


আমার না বলা কথা

Comments