ভেরুয়ার বাসা


তোমাদের শহর তাই এখনও চুপ,
আমার হলে এতক্ষণে তুলকালাম কান্ড।
তোমাদের শহর তিলকে তাল দেখে সত্যি,
হামেশাই হামলে পড়ার আগে
ঠিক সময়ে তালগোল পাকিয়ে যায় সব ।
তোমাদের ওখানে অসংখ্য আগুনের ফুলকি।
দীপাবলির বাজির মতো আকাশে বিকট আওয়াজ তুলে
ফুলঝুরি আলো ঝরে অদৃশ্য ঠিকানায় -
শূণ্যে আকাশ থেকে অন্ধকার পৃথিবীর বুকে 
একে একে আন্দোলনের আন্দোলিত ছাই ভস্ম সব ।
ওরা জ্বলে সত্যি, জ্বলে ওঠতে পারে না ।
আমাদের ওখানে শুধু একটা আগুনের ফুলকি 
দাবানল জ্বলিয়ে দেয় নিমেষে চোখের পলকে ।

পথ জুড়ে পথচারী, পথ হারিয়েছে পথ -
ভীড়ের মধ্যে একা একা এক্কা দোক্কা খেলা 
একটা যদি ফস্কে গেছে পা "ভড়তা" কিংবা খৈ,
শব্দ যত‌ই জ্বালামুখি, বিভৎস আর কোলাহল, অন্তিমেতে দৈ । 
কে রাজা কে যে প্রজা বোঝা ভীষণ দায়,
পুকুর পাড়ের "সমুন্ধিরাই" লড়াই করে যায় ।
তোমরা মিলে দাবি করছো, শান্তি "সকুন" খাসা -
আসলে কোন কিছুই নয়, "ভেরুয়ার" বাসা ।


(দেশ পত্রিকায় পাঠিয়েছি ৩০.১১.২০২৩)
বই - আমার না বলা কথা

Comments