শাশ

একটা লাশ টেনে টেনে চলছি এতকাল
গলি থেকে রাজপথ, তেপান্তরের মাঠ -
আমৃত্যু বয়ে চলেছি বোঝা,
একা নই, একা নই অসংখ্য সুদাম -
এখন হেমন্তকাল  !

সকালে খবরের কাগজ - পিত্তরসের পেয়ালা
তেল আর তেলীদের তেলতেলে থালি ;
যত খাই, নাভিশ্বাস উঠে,
একটা মাংসপিন্ড আটকে আছে গলায়
 কন্ঠ রুদ্ধ করে কঠিন বাস্তব !

একটা লাশ, জীবন্ত জলজ্যান্ত লাশ -
যার গতি আছে, যতি আছে, ক্ষুধা, তৃষ্ণা, লোভ
শুধু প্রতিবাদ প্রতিরোধে ভরা, চোরাবালির স্রোত ;
সব পথ ইতি টানে অন্ধকার সুড়ঙ্গে,
নিজেকে আয়নায় দেখি বৃহন্নলা বেশে !

একটা জীবন্ত লাশ আজন্ম টেনে চলেছি,
                         আসুরিক ক্লীবতায়,
সেই ত্রিভঙ্গ- কাল থেকে অদ্যাবধি -
                             হেমন্তের মাঝামাঝি !


আমার না বলা কথা

Comments