স্বপ্ন

কাল ঠিক মধ্যরাতে একটি স্বপ্ন
হঠাৎ বেরিয়ে গেল আমার ভেতর থেকে ।
আমি চকিতে সজাগ চোখে তন্ন তন্ন খুঁজি, দেখি
একটা নীল আলো রেখা বেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক
ক্রমাগত নেমে আসছে পৃথিবী বুকে !
শূন্যে মাথা তুলে বহুতল বাড়ি ছাদে আমি -
আকাশে দুহাত ছুড়ে ছুঁতে চাই মায়াবী নক্ষত্র।
নিচে অসংখ্য অসংখ্য লোক পিঁপড়ের সারি
যদি ছুঁতে পারি একবার, সত্যের সত্যনাশ নিশ্চিত ।
আমি ক্রমাগত রেলিং বেয়ে জলের ট্যাঙ্ক
তার উপরে ফিল্টার, তার‌ও উপর কুর্শি পেতে বসা 
যদি আরো, আরও উপরে যাওয়া যেত -
আমাকেই যে প্রথম ছুঁতে হবে তাঁকে ।

তুমি কি জানো না, স্বপ্নহীন জীবন
                  কিংবা মৃত্যুহীন জ্বরা
আমার একেবারেই না-পসন্দ !


(দৃঢ়বন্ধন পত্রিকা ১০.১২.২৩ জন্য দেওয়া হয়েছে)
বই - আমার না বলা কথা 

Comments