শেষ

সবকিছু শেষ হলেও শেষ হয় কোথায় 
ক্ষত তার থেকে যায় সুদূর গভীরে
যদি কোন ডুবুরি ঝাঁপ দেয় মনে
যদি তার চোখ হয় জহুরী সেরা
কালো কালো নুড়িগুলো তুলে সে নেবেই
কত কথা, কত ব্যাথা জমা ওখানে
কান্নারা নোনা জলে ভেসে গেছে শুধু
জ্বলে যাওয়া ক্ষতগুলো আজও অক্ষত ।
কতবার কত ছলে বুঝিয়েছি মন, 
রোজ ভাবি সব শেষ শেষ নেই কিছুরই !

(দেশ পত্রিকায় পাঠিয়েছি ৩০.১১.২০২৩)
বই   আমার না বলা কথা

Comments