দুঃখ

দুঃখকে কখনো দেখিনি আমি,
আমার জীবন জুড়ে জিয়ন কাঠির মতো -
শৈশবে কানামাছি, কুমীর ডাঙ্গা, নন্দাই আর
খোখো খেলায় বুড়ি ছোঁয়ার অজুহাতে
তাঁকে জাপটে ধরেছি বিফল প্রচেষ্টায় ।
দুঃখ আমার নিত্য সঙ্গিনী 
তবু, আজীবন অদেখাই থেকে গেল !

আমার হাসি কান্নায়, সুখে, আবেগে
দুঃখ বিলাসিতায়, আমার রাগে, আনন্দে -
দুঃখ আমার শরীর ছুঁয়ে থাকে ।
যতবার পালিয়ে গেছি নিরাপদ দূরত্বে 
আমাকে আঁকড়ে থেকেছে নতুন বৌএর মতো ।
তাঁকে সোহাগ দিয়েছি, ভরসা দিয়েছি,
ঠোঁটে চুম্বন দিয়ে বলেছি, "আমি আছি তো !"
ছলছল চোখে অবিশ্বাসের জবানবন্দী -
আমাকে দুর্বল করে প্রতি মূহুর্তে ।

দুঃখকে আমি দেখিনি কখনো,
জানি সে আছে আমার সাথে আজন্ম
                   ছায়ার মতো, 
আমার খুব কাছের পরম বিশ্বস্ত বন্ধু ।

(দেশ পত্রিকায় পাঠিয়েছি 30.11.2023)
বই - আমার না বলা কথা

Comments