বিসর্জন

ঘুম ভাঙ্গতেই আবারো উজ্জ্বল আকাশ ।
কোঁয়াশা কেটে শিশির ভেজা ঘাসে
শিউলি ফুল আর কাশবনে বাহার ।
গতকাল রাত জেগে বিসর্জন দিয়েছি সব,
প্রতিমার সাথে সুখ, দুঃখ, লোভ, মোহ, মায়া ।
গভীর রাত্রি, যখন একে একে সব কুঠুরি কপাট
বন্ধ হলো, ঘরে ঘরে প্রায় নিষ্প্রদীপ -
আমি তখন ফিরে গেছি চির পরিচিত শয্যায় !

ঘুম ভাঙ্গতেই আবারো উজ্জ্বল আকাশ !
আমার এতদিনের ভালবাসার ধন 'শরীরটা' -
শুয়ে আছে শয্যায় জনতার জঙ্গলে ।
আমি তখন এক পশলা রৌদ্রস্নাত হালকা মেঘ
উড়ে যাচ্ছি আরো এক মহাযুদ্ধের অছিলায় !


আমার না বলা কথা

Comments