মন্ত্র

ভাবতে ভাবতে জীবন গেল
দিন ফুরালো বদ্ধ জীব
চোখের সামনে ভোগের বাটি
স্বপ্ন দেখায় সন্ধ্যা দীপ ।

পাঁঠার মাংস কোর্মা ঝোল
কোলেস্টেরল হয়রানি
মিষ্টি হাঁড়ি সামনে মানেই
ডাইবেটিসের হাতছানি ।

পাতলে পাতা ভর্তি হাতা
তেলে ঘিয়ে গপাগপ,
ভোটের হাওয়া বইলে শুনি
প্রতিশ্রুতির লালিপপ ।

ভোটের হাওয়া ভোটের হাওয়া
বছর গেলেই ফিরে আয়
দলে দলে নিতাই নাচন
ঘরে ঘরে প্রেম বিলায় ।

নিতাই নাচে গৌরা নাচে 
চোখের জলে মাঠ ভিজে
কে যে খাঁটি, কে মন্দ
বিজ্ঞাপনে বল খেলে ।

বিজ্ঞাপনে মগজ ধোলাই
রাজা উজির মুন্ডুপাত
দলের মধ্যে শস্য, ভুত 
ধরলে সে দল বাজিমাত !

ধরতে ধরতে দল ছুটে যায়
হতচ্ছাড়া পাজির দল
চেষ্টা করেও শিখতে নারি
মন্ত্র বাঁচার, ধূর্ত ছল !


বই - আমার না বলা কথা


Comments