ভুল

ইদানিং খুব ভুল হয় ।
ভুল হয় প্রতি পদে পদে
পদ খুঁজে নিতে, কথা ক‌ইতে
এমনকি মানুষ চিনে নিতে !
আজকাল প্রায়শঃই ভুল হয়ে যায় ।

মাঝে মাঝে মনে হয়
এই পথ চেনা পথ নয়
পায়ে পায়ে রক্তের ছোপ -
তবু দল বেঁধে নিয়ম মেনে চলি,
অথচ যে নিয়মটা জানা ছিল এতকাল -
সবটাই পাল্টে গেছে মধ্য রাত্রিকালে
তখন আমার একাদশী কাল !
নাভী থেকে উচ্চারিত হয়,
কিছু প্রতিবাদী শব্দ আর 
সাথে সাথেই ভুতের নৃত্য শুরু !
ব্যক্তি থেকে গুষ্টি শুদ্ধ নাজেহাল অবস্থা !
মাঝে মাঝেই ভুল হয়ে যায় !

(দেশ পত্রিকায় পাঠিয়েছি ৩০.১১.২০২৩)
বই - আমার না বলা কথা

Comments