যখন বেড়িয়েছি রাস্তায়, দিন শেষ হয় হয় ।
নির্জন পথে আবারো ব্যস্ততা শুরু ।
বহুকাল আগে এ পথেই অফিস ফিরতি
কৌশিকীর সাথে দেখা । তারপর -
বহুপথ পদে পদে ঘুরে, ছাদনাতলায় ইতি,
 একসাথে একান্তে দীর্ঘ পরিক্রমা ।

বিকেলের সাথে শেষ কবে দিয়েছি বৈঠক
স্মৃতির কালো মাটি খুঁড়ে খুঁড়ে ক্লান্ত ;
এখন বিশ্রামের সময়, তাই -
মনের কলমে কলম করা শব্দের ছড়াছড়ি ।
এক ছড়া রোদ, মেঘ ফাঁকি দিয়ে
                  আছড়ে পড়েছে বুকে,
জানি না ভীমরতি নাকি যৌবন কথা কয় !


(দৃঢ়বন্ধন ৫ নভেম্বর ২০২৩)

Comments