তুমি চাইলেই কবিতা লিখতে হয়,
তুমি চাইলেই হারমোনিয়াম টেনে
গাইতে হয় একের পর এক ফরমাইসি গান,
তুমি চাও তাই কখনো লিকার
কখনো কফি থেকে স্নেক্স -
তুমি চাইলেই উল্টে যায় প্রতিদিনের রুটিন -
ছাড়া কাপড় ধোওয়া থেকে 
চাওয়া মাত্রই হাতে তুলে দেওয়া রুমাল -
সবটাই তোমার পছন্দের ।
তুমি পছন্দ করো না তাই 
                  চুলে ট্রিম করিনা কখনো ।
ঘড়ির কাঁটায় পাল্লা দিই, মনে করিয়ে দিই,
           এখন ওষুধ খাবার সময় --
বন্ধুদের জিন্স আর টপে দেখি দেখি আর দেখি - 
অলক্ষ্যে কোথায় যেন ছন্দপতন হয়
তবু মুখ ফুটে বলেছি কি কখনো ?

তারপর অবশেষে, সব প্রত্যাশার শেষে
স্বপ্নগুলো শুকনো কালো শয্যায়
        কুঁকড়ে কুঁকড়ে কাঁদে -
ভয়ে আতঙ্কে ঘুম আসে না চোখে ।
মনে হয় এই যদি জীবন হয়,
                   মৃত্যু তবে কী ???

Comments