এক বিখ্যাত কবি বলেছেন,
"রাস্তা কারো একার নয়..."
আমি বলি ভুল -
ওই যে এত জোড় বিজোড়ে খেলা -
এই রাস্তায় রিক্সা নিষেধ, ওই রাস্তায় টটো
এই রাস্তায় যেতে পারো, ওই রাস্তায় "ফুটো"-
বাবুগিন্নীর গাড়ির বেলায় ওসব নিয়ম কোথায় ?
তারপরেও, তুমি বললেই মানতে হবে
                 রাস্তা হলো সবার !

উন্নয়নের কথা বলছো, কিসের উন্নয়ন ?
চাকরিক্ষেত্রে, উচ্চশিক্ষায় শুধুই সংরক্ষণ,
জন্ম সূত্রে সার্টিফিকেট, ভাগ্য খুলে গেল -
একবার নয় বহুবার, প্রতি ধাপে ধাপে -
            তারপরও বলতে হবে,
রাস্তা কারো একার নয়, রাস্তা সবাকার ?

আরও একটি জায়গা আছে, বলতে পারো,
আমি বলবো, সেতো সাংঘাতিক !
ঠোঁট খুললে ভোল পাল্টে যায়
                       রাস্তা দূর দূর অস্ত !
তারপর‌ও পট্টি বেঁধে বলতে চাইলে বল -
আমি বলছি, আমি বলবো -
                      রাস্তা তবে কাদের ?
রাস্তা কখনো সবার নয়, রাস্তা ওদের বাপের !



Comments