কবি


যখন কৃষ্ণচূড়ায় দিগন্ত লাল হয়
তুমি কল্পনার তুলি তুলে
মনের ক্যানভাসে নিত্য নতুন ছবি আঁক কবি,
যখন আকাশে কালো মেঘ, বজ্রের ঘনঘটা
যখন পথঘাট নির্জন, পথিক খোঁজে তার
                                নিরাপদ আশ্রয়,
তুমি তখন আপন খেয়ালে নির্জনে একাকি
কালাংড়া বা মেঘমল্লারে সুর সাধো শব্দের ইন্দ্রজালে
বৃষ্টির ফোঁটায় শোন সন্তুর বাদন
যত দেখি তত বিস্মিত হ‌ই !
তোমাকে ঘিরে এক আকাশ ভালবাসা -
একবুক গর্ব, তুমি তো জানো না কবি !

কাল রাতে ঘুমাতে পারিনি আমি,
চোখের পাতা বুজলেই বারবার ভিডিওটি ভাসে -
আমি নিশ্চিত শয্যায় শুয়ে সহস্র কাঁটা 
                 বুকে, পিঠে, মগজে -
নিষ্ফল আক্রোশে ছট্ফট্ করেছি কাটা পাঁঠার মতো -
তুমি কি তার খবর রাখো না !
খবরের কাগজ, ট্যুইটার ইন্স্টাগ্রাম - 
একটিবার চোখে পড়েনি তোমার ?
নাকি তুমিও ..... !

যখন ঘরের মেয়ে দুটোকে নগ্ন করেছিল
                      কিছু দুর্বৃত্তের দল -
উলঙ্গ করেছিল আমদের সভ্যতা -
তুমি জানতে সেই খবর ?
সারা গ্রাম তখন আগুনের কবলে -
মেয়ে দুটো আশ্রয়ে ছিল রক্ষকের মাঝে-
ওরা এসেছিল দুর্বৃত্তের দল
কেড়ে নিয়ে গেল সশস্ত্র প্রহরা থেকে -
 শোনা যায় ওই দলে নারীরাও ছিলেন !
ওরা বিবস্ত্র করে মায়েদের -
                    পদযাত্রায়, সদর রাস্তায়
ক্রমাগত শ্লীলতাহানি করেছে প্রকাশ্যে -
ওরা দাবি করে সভ্য !!!
কী লজ্জা ! কী লজ্জা! কী লজ্জা !

মেয়ে দুটো ভয়ে, লজ্জায়, যন্ত্রণায় -
                    কাতরে প্রার্থনা করেছিল -
চিৎকার করে তার লজ্জা ভিক্ষা চায় -
             তবু পাথর গলেনি সেদিন !!
গণ-ধর্ষিতা হয়েছিল অগুন্তি জনে খোলাকাশ নিচে
এই লজ্জা কোথায় রাখি কবি ???
অথচ তোমাকে দেখি আর অবাক হ‌ই,
সব জেনেও তোমার হিরন্ময় নীরবতা !
কি করে পারো কবি ?

 এখনও ঝড় ওঠেনি, বাতাস মৃদুমন্দ -
চিত্তসুখে ব্যস্ত কৌরব সভাসদ - 
               আর তুমি ?
প্রকৃতি - প্রেম - আর নারীর কী অপূর্ব বর্ণনা !

সুপ্রদীপ দত্তরায়, কবিতা 
আমার না বলা কথা

Comments