সন্তান


একটি কবিতার জন্ম দিতে
অসংখ্য শব্দের টানাপোড়েন -
শব্দের পর শব্দ খুঁজে খুঁজে
ক্লান্ত মসি ধুঁকতে থাকে যখন
মন্ত্র বলে ধুমকেতুর মতো
শব্দ এসে হাজির !

কবিতা আমার অসংখ্য যন্ত্রণার ফসল ।
গাছ লতা পাতা নয়, ঈশানি মেঘে 
যখন মনের মধ্যে রক্তক্ষরণ ঘটে
ফোঁটা ফোঁটা রক্তে সাজে সবুজ কলম
মিছিল করে মনের আগল খুলে
খোলাকাশে সদর্পে এসে দাঁড়ায়,
সে আমার স্বপ্ন পূরনের দিন ।
কে তারে কোল দিলে, কে দিলে না -
কী আসে যায় ? আমি জানি 
আমার সন্তান, সে লক্ষ্যভেদ করবেই।





Comments