লড়াই

একটা লড়াই চলছে অহর্নিশ
খালি চোখে দেখতে পাবে না কেউ
সকালের চা-কাপে, বাজারে
খবরের কাগজে কিংবা ভাঁড়ের আড্ডায়
কোথাও কোন আভাস পাবে না তার ।
কিন্তু যদি বাতাসে কান পাতো
কোন এক নিঃস্তব্ধ কুঠিরে, হতভাগার বুকে -
তুমি শুনতে পাবে করুণ আর্তনাদ ।

একটা লড়াই চলছে ভুষন্ডির ওই মাঠে
ওখানে ভুত, যাদের ভুত ভবিষ্যৎ বালাই নাই
সারা রাত লড়াই করছে দখলদারির জন্য ।
ওরা কেউ মামদো ভুত, কেউ মেছো কিংবা ব্রহ্মদত্যি
তুমি ভাবছো হোক না লড়াই, তোমার তাতে কী ?
হাওয়ায় যখন ঝড় ওঠবে, বাতাস কঁকিয়ে কাঁদবে, 
শনশনিয়ে বাঁশ গাছেরা ভাঙ্গবে পরের ডাল 
দেখি তো কোন বাপের বেটা, দাঁড়াও সেথায় দেখি
কষে একটা চড় দেবে, মুন্ডুটাও ঘুরিয়ে দেবে
                 এমন তাদের প্রতাপ !
একটা লড়াই চলছে অহরহ, ভুষন্ডির মাঠ !

আরও একটা লড়াই চলছে, অনাদিকাল থেকে
দেশে দেশে, কালে কালে, পাড়ায় পাড়ায় -
কে কিভাবে জিতছে বলা খুব সহজ
তুমি বলবে আগ্রাসন, আমি বলি -      
                             অস্তিত্বের লড়াই !
তোমার ভাষা, শিক্ষা, সংস্কৃতি, 
তোমার রুটি রোজগার, আজন্মের ভিটেমাটি
            তোমার নৈতিক অধিকার
সবটাই সংকটের দরজায় দাঁড়িয়ে ।
ঝড় আসছে ঝড়, 
রাজদন্ডের ছত্রছায়ায় ঝড় আসছে ধেয়ে
নদী, নালা, খাল পুকুর বিলে প্রচন্ড ঢেউ,
যে যেখানে আছো ফিরে যাও ঘরে -
তোমাদের মেরুদন্ডে ফাটল, তুমি কি জানো না ?
যেকোন সময় ছিটকে যেতে পারো
            কাঁটা তারের গায় !


আমার না বলা কথা




Comments