শুধু তোমাকেই

তোমার বিষন্নতা তোমাকে
     গভীর অরণ্যে নিয়ে যায় ।
শাল আর সেগুনের শুকনো পাতার মতো 
তোমার স্বপ্নগুলো মর্মর ধ্বনি তুলে
                            চলার পথে,
চোখের কোণে জল,
       ভেতরে কালবৈশাখীর আভাস ।
তুমি যত‌ সুন্দরী হ‌ও
ফোঁটা ফোঁটা মানিকগুলো তোমাকে - আরও বেশি আকর্ষণীয়া করে ।
মনের মধ্যে ইচ্ছে নদী বয়,
আমি তো পুরুষ, ভয় হয়, যদি ভুল হয়ে যায় !

তোমার বিষন্নতা যেন মেঘলা আকাশ
হাওয়ায় হাওয়ায় মেঘের মেলা জমে
বৃষ্টি যারা ঝরে ঝরে বান ডেকেছিল,
উপছে পড়া চোখের কোণে নোনা জলের স্রোত -
ভেতরে ভেতরে আমার তখন হরকা বানে ভাসে ।
জানি না কোন চোরা স্রোতে এই রক্ত ক্ষরণ,
যদি ভুল করে ভালবেসে ফেলি ?
সত্যি সত্যি অপরাধ হয় -
দয়া করে নির্বাসনে দিও না কখনো,
যদি পাশে স্থান দিতে না চাও,
আমাকে জায়গা দিও অলিন্দ কোণে ।


     

Comments