তোমাকে

গাছ ফুল পাতা নিয়ে অনেক লিখেছি,
কৃষ্ণচূড়া, বনপলাশ, হুলো ফড়িঙের গান -
ভাবনার চেনা পথে অন্ধ আসা যাওয়া -
আজ নাহয় গন্ধরাজ, গোলাপ তোলা থাক ।

আকাশের মেঘ চাঁদ তারা আর পাখি -
অনেক লিখেছি, ওরা কল্পনায় ফাঁকির গল্প সব ।
তোমার চোখে তারা, গালে টোল, ঠোঁটে কামড় -
কবিতার মতো রহস্যময়ী চলা --
এবার কবিতা লিখতে উত্তক্ত করছে আমায় ।
তোমার চোখে শ্রাবণের মেঘ ধারা,
ফোঁটায় ফোঁটায় সমুদ্রের লোনা স্বাদ
অস্ফুট স্বরে ভাসায় বহু স্মৃতিকথা,
ভরা সংসার তবু বিশ্বাস করো,
আমি অভিমান ভুলে বিবশ হয়ে থাকি !
এইবার মেঘ নয়, মেঘা নয় আর
মিতা হোক তোমায় -আমায় - কবিতা ।

বই - আমার না বলা কথা

Comments