উজান দেশের কথা


প্রচন্ড রৌদ্র তেজে বাতাসে আগুন, 
তবুও জ্বলে না পাবক, স্বপ্নে ফাগুন 
কৃষ্ণচূড়া যত ছিল তাজা রক্ত ঝাড়,
যারা ঝরে গেছে, একাদশ প্রাণ -
আজ তারা অতীত, কালো শুকনো তাই 
বঞ্চনার চিতায় জ্বলে পাঁজরের হাড় ।

যত জল, পলি - চর উজান দেশে ঘি
এদেশে বরুণ রুষ্ট, মরা জলাশয়,
আমাকে বঞ্চিত করে কালবৈশাখীর ঝি ।
এখনি সময়, জাগো জলধি বজ্রনাদে ভাঙো,
  দুর্বল হৃদয়ে যত পুঞ্জীভূত ক্ষোভ
বৃষ্টি ঝরুক উপত্যকায়, বৃষ্টি হোক
আমি চাই বৃষ্টি, বৃষ্টি, মেঘলোক ।


আমার না বলা কথা

Comments