ক্লীব

কতদিন কবিতা লিখবো না বলে
কাগজ কলম তুলে রাখতে পারি ?
কতদিন আগুনে ছাই চাপা দিয়ে
নিশ্চিতে ঘুমাবো সূর্যের প্রতীক্ষায় ?
মন্দিরের দরজায় মাথা খুঁড়ে খুঁড়ে
রক্তাক্ত পাথর প্রতীমা -
তবু রক্তাক্ত চরণে খুঁজি নিশ্চিত আশ্রয় । 
সভ্যতা মানে কি শুধু সার্থক স্বার্থপরতা ?
নাকি ধ্বংসের মুখে শেষ আস্ফালন ?
আমাকে খুব, খুব নিরাশ করে প্রিয় পৃথিবী ।

জন্মাবধি যে সংগ্রাম দেখে দেখে অভ্যস্ত
সেই সংগ্রাম সমাধিস্থ আজ
সভা আজ সভ্য নয় মোসাহেব-এ ভরা
তবুও আস্থা রাখি, স্বপ্ন দেখি সোনালী সকালে 
আমি কি আহাম্মক, নাকি অসুস্থ মানুষ?

মাঝে মাঝে মনে হয় এই অদ্ভুত সমাজে
আমি শুধু একমাত্র ক্লীব একজন !

আমার না বলা কথা

Comments