আমায় ঘিরে অসংখ্য নরনারী
ভিড়ের মধ্যে অবাক আমি দেখি !
কেউ গোলাপ ! কেউবা গন্ধরাজ !
 ওরা গন্ধ ছড়ায়, গন্ধ গায়ে মাখি ।

কেউবা শুধুই কৃষ্ণচূড়ার দল
দেখামাত্রই আগুন জ্বালায় বুকে !
বুকের মাঝে অজস্র উচাটন ।
কারো আবার রাধাচূড়ার ধাত
আশে পাশেই স্নিগ্ধ সাধারণ ।

কেউ পদ্মের মতো, দূর থেকে শোভা,
কাছে টেনে নিই সাধ, তবে -
আষ্টে পিষ্টে জড়িয়ে বিষাক্ত সাপ !
কেউ অর্কিড, রক্ত শুষেই ইচ্ছে খুশি বাহার
আমি দেখি আর অবাক হ‌ই !

আর যারা রঙ্গনের দল
গুচ্ছে ফোটে অজস্র তার রঙ
পাতা দেখে চেনা ভীষণ দায় ।
অনেকটাই তোমার, তোমার আর ওর মতো  ।
এই যে তোমরা এত কাছে আছো,
এত, এত চিনি তোমাদের !
সত্যি বলো, সত্যি-ই কি চিনেছি তোমায় !

Comments