মূল্যহীন


কাল তোমাকে দেখলাম
মুসড়ে যাওয়া কৃষ্ণচূড়ার পাশে -
তুমি বসেছিলে মঞ্চের কোন ঘেঁষে,
একটা নীলাভ আলো মাথার ডানপাশে
গ্রীবা ছুঁয়ে নেমে গেছে 
অনেকটাই উন্মুক্ত বুকে তোমার ।
উনচল্লিশে, এখনো একুশে দেখাচ্ছিল ।

ভয় নেই আজ আর চাইবো না কিছু -
বহুবার প্রত্যাখাত হয়ে নিশ্চিত আমি,
জানি মরীচিকা তবু আকন্ঠ পিপাসায়
এতকাল কেটেছিল শবরীর রাত্রি,
আজ আর বাকি কিছু নেই
দেনা আর পাওনার হিসাবটুকু
সযত্নে ভাসিয়েছি তিতিক্ষার তিমিরে ।
স্বপ্নে দেখা দিবাস্বপ্ন গুলো এখন মরচে ধরা -
আজ আর চাইবো না কিছু ।

আসলে ফুল, বাসর আর ভালবাসা
যতদিন তাজা তত দিন‌ই সৌরভ -
         বাসি হলে, সব মূল্যহীন ।


আমার না বলা কথা

Comments