কোন কিছুই নির্ধারিত নয় ।
এই মুহূর্তে যা অবিশ্যম্ভাবী
মুহুর্তের অন্তরালে সব পাল্টে যেতে পারে, 
তোমার আমার নিষ্ফল ডানা ঝাপটানো -
শুধু রক্তক্ষরণ হলেও, প্রয়োজন বটে ।

আকাশে গর্জন মানেই ঝড় স্থির নয়
অস্থির মেঘ, নিমেষে উড়ে যেতে পারে ক্ষণিকের হাওয়ায় - আমি দেখেছি ।
কত মেঘাচ্ছন্ন বিকেল কেটেছে শুধুই শুকনো,
মুচড়ে ওঠা বুকে কান্নার ঝাঁপি -
একা নিঃসঙ্গ,  কাঁদতে চেয়েছিল বুক  -
তবু জল ঝরায়নি নিষ্ঠুর চোখ 
         কিংবা মাথার উপর আকাশ ।
এ শুধু আমার কথা নয় -
তোমার আমার সবার ।

আসলে কাঠ কয়লা পোড়ালেই সফলতা আসে না
তার জন্যে একজন মামা চাই ।
তোমার তিনকুলে মামা নেই তাতে কি ?
                  লড়ে যাও - 
কে জানে মেঘ কাটতেও পারে একদিন !

Comments