বহুদিন চেয়ে দেখিনি আকাশটাকে 
দেখিনি মেঘ আর মেঘালীর অলস রসকলি -
কিংবা জলদ, জলধির নিত্য অহঙ্কার ।
লোকে ভাবে আমি আজ ঝরা বট গাছ,
আমি জানি সবটাই ঝড়ের দীর্ঘশ্বাস ।

ঘর ভর্তি লোক তবু নাকি একা হয়ে গেছি ।
কবে তার হাত ধরে, প্রতিশ্রুতি পর্বতে
দীর্ঘপথ পাড়ি দিয়েছি দেবদারু ছায়ায় -
মনে নেই সবটা -
ফিকে আজ, অর্থহীন স্মৃতি,
অভ্যাসের দাস হয়ে পায়ে পায়ে চলা -
বৃত্তের আবর্তে ঘুরেছি নির্লিপ্ত ভঙ্গিতে ।
কতদিন বসিনি, জ্যোৎস্না রাতে অলিন্দ কোনে,
আমাকে করুণা করে রাতের তারারা ।

অভাবটা কুঁকড়ে কাঁদে হয়তো কোথাও -
দেহে, মনে নাকি সমাজের মেকি সমবেদনায় -
আমি জানি না, শুধু -
প্রত্যুষে ঘুম চোখে ফুটন্ত চায়ের কাপ
অজান্তেই ভুল বশে এক নয় দুই হয়ে যায় ।




Comments