বসন্ত এলেই উতলা হাওয়া -
স্মৃতিগুলো ঝরা পাতা
উড়ে যায় অনন্ত খাজানায়
                    রূপান্তরের তরে,
আমি দেখি, অনুভব করি, আর -
ভাঙ্গা ঘরে প্রদীপ জ্বালি মিথ্যে প্রতীক্ষা ।

তুমি তো ছিলে না সেদিনও,
মনে মনে দুজনেই সহস্র যোজন দূর -
তবে ঘর ছিল বটে এক,
ছিল চার দেওয়াল সাথে মস্ত বিশাল ছাদ
ভালবাসা ? আসলে অভ্যাসের‌ দাস
যখন হারিয়ে যায়, মুছে যায় চিহ্ন সমেত ।

শুনেছি বসন্ত অশান্ত ভীষণ
অযথাই আসে সে নিয়মের আঙ্গিনায় 
      ডাকে অলক্ষ্যে, আদিম ইশারাতে,
রক্তে লাগে দোলা, মনে শিহরণ -
ভাবি সব ছেড়ে ছুটে যাই 
অজানা আকাশে অমৃত সন্ধানে ।
সূর্যরথে লাগাম কশা নিষ্ঠুর বিধাতা -
ষড় সর্প দর্শে দর্শুক - তবুও !

সুখপাখি কেন ডাকো কুহু স্বরে বারবার -
ঘর মোর ভেঙে গেছে, তবু ঘর তো,
ঘর ছেড়ে ডানা মেলি কোন ভরসায় !


সুপ্রদীপ দত্তরায়, কবিতা 

Comments