গান

'বাহা'তে শালফুলের বাহার, কিসের বাহার
যৌবন আগুন লাগাইছে,
টুসুতে কোমড় নাচে, করম গেছে 
মনের মানুষ পথ হারাইছে ।।

হেই হো ঢোলকী লো
পিরিতি করিবো লো,
হেই হো ঢোলকী লো 
বিয়েরো ফুল ফুটিলো ।।

বাহা'তে শালফুলের বাহার, কিসের বাহার
যৌবনে আগুন লাগাইছে,
টুসুতে কোমড় নাচে, করম গেছে 
মনের মানুষ পথ হারাইছে ।।

তোকয় কোকে চিয়ে লেদা
     বীর দিসাম দঃ
তোকয় কোকে টান্ডি লেদা
বীর দিসাম দঃ ।

আমার ঘরে ধানের ঘড়া
পুকুর ভ‌ইরে মাছ
যৌবন গেলে সানঝের বেলা
কিসের তরে সাজ ।

মরদ নাচে মাদল বাজে
কোমড় দোলায় রক্তে লাগায় দোলা 
সিঁদুর ছিটা, দিলাম ফোঁটা 
তোর লাগি মোর মন দরজা খোলা ।।

তোকয় কোকে চিয়ে লেদা
     বীর দিসাম দঃ
তোকয় কোকে টান্ডি লেদা
বীর দিসাম দঃ ।

আমার ঘরে ধানের ঘড়া
পুকুর ভ‌ইরে মাছ
যৌবন গেলে সানঝের বেলা
কিসের তরে সাজ ।

বাহা'তে শালফুলের বাহার, কিসের বাহার
যৌবনে আগুন লাগাইছে,
টুসুতে কোমড় নাচে, করম গেছে 
মনের মানুষ পথ হারাইছে ।।

শালের ফুলে হলুদ খেলে
মনের ফুলে সাত রঙা তার খেলা
প্রেম পিরিতি মনের হাতি
যে বোঝে সে বোঝে পিরত জ্বালা ।

তোকয় কোকে চিয়ে লেদা
     বীর দিসাম দঃ
তোকয় কোকে টান্ডি লেদা
বীর দিসাম দঃ ।

আমার ঘরে ধানের ঘড়া
পুকুর ভ‌ইরে মাছ
যৌবন গেলে সানঝের বেলা
কিসের তরে সাজ ।

মাদল বাজায় বোল
খোলা এলোচুল
খোঁপায় দিবি ফুল তো জলদি আ ।

বাঁধবো সুখে ঘর
কোমড় কসে ধর
তুই হবি মোর বর তো জলদি আ ।









Comments