শেষ কথা

ঝরা পাতারা ঝরে যেতে যেতে
           বলে গেল কাল
রাত পোহালেই ভুলে যেও সব -
যে কথা হয়নি বলা, কথার ভীড়ে,
যে হাত হলোনা ধরা সময়াভাবে, 
যে স্বপ্ন অধরা র‌ইলো শুধু অবহেলায়,
তার সবটুকু মুছে দিও এক লহমায়,
রাত পোহালেই ভুলে যেও সব !

মুছে নিও সবটাই গ্নানি ভরা স্মৃতি, 
মিছে প্রত্যাশা আর অযাচিত উপেক্ষা ।
মুক্তার মতো যদি জ্বলে মিটিমিটি দুঃখ,
তারে ঢেকে দিও ঝিনুকের আড়ালে ।
এইবার আরো একবার চেষ্টা নিও,
স্বপ্নকে সযত্নে আগলে রেখে উত্তাপ দিও
কে জানে হয়তোবা নতুন সূর্য 
                    তোমারই অপেক্ষায় ।


আমার না বলা কথা

Comments