আমি হেঁটে চলেছি এক বন্ধুর উপত্যকায়
ক্লান্তিহীন, নিদ্রাহীন পথে -
পায়ে পা ঠেকিয়ে উজানে বাইছি ক্রমশঃ 
তুমি, আমি, আমরা সবাই ।

এই পথ কখনো চড়াই, উৎরাই
কখনো সুশীতল সবুজ শ্যামল ভুমি -
একদল প্রজাপতি, গোলাপের কাঁটা
আর হিমেল শীতে কুয়াশার দল
                  বিচলিত করে মন ।
চোখের কোণে কুজ্ঝটিকা ঝরে
তবু বিরামহীন উদাসী পা
স্থির লক্ষ্যে স্পর্শ করতে চায় উৎস ;
তারপর বিশ্রাম শেষে আবারও পথ চলা শুরু !

যদি আদি থেকে অন্তে, ব্রহ্মান্ড অঞ্জলিতে ধরি,
সমস্ত শোক, দুঃখ, যন্ত্রণার হয় সঠিক পোস্টমর্টেম -
কোনকালে - একদিন - কোন এক দিন,
যদি কোনভাবে শিকড়ের সন্ধান পেয়ে যায় জীব -
আমি জানি হে শিব, তোমারই সমূহ বিপদ
স্তব্ধ হবে পুতুল পুতুল খেলা -
মুখোশ খুলে যাবে তোমার - নিশ্চিত হে ঈশ্বর !
         

 

Comments