তারপর এইবার প্রস্তুতির পালা ।
এক হিমালয় অনুভূতি মাথায় নিয়ে
হঠাৎই কোন একদিন মুখ থুবড়ে পড়বোই ।
তুমি, আমি, আমরা সবাই ,
            সবার জন্য এক‌ই নিয়ম
তবু প্রতিদিন মাথায় গোনা ক'গাছা চুল নিয়ে
দর্পনে দাঁড়িয়ে দীর্ঘ সময় 
কী সাংঘাতিক কারিগরি, টেরি কেটে তোলা !

জীবনে সঞ্চয় মানে রোগ, শোক, জ্বালা, যন্ত্রণা -
আর ভরপেটে একপেট ক্ষুধা !
                 রাবনের চিতা যেন -
শেষ নেই জেনেও অপরিসীম তৃষ্ণা -
কিংবা গোলাপে কাঁটা বা পদ্মবনে পন্নগ আছে তবু,
তরঙ্গহীন জীবনে বসন্তের প্রতীক্ষা প্রতিদিন । 

একদিন সবশেষে কাঠ কয়লায় শব সেজে উঠতেই
ভাবনায় কেটে যায় সমস্ত ভ্রান্তি, ভ্রম,
              এইবার শুধুই শান্তি !

 


Comments