গতকাল স্ক্রুডাইভারটি হাতে নিয়ে ঘুরিয়ে দিতেই
টেবিল ফ্যানটি আওয়াজ তুলে চলতে শুরু করেছিল,
রান্নাঘরে গ্যাসের নবটা মুচড়ে দিতেই -
হাঁড়ি জুড়ে চালগুলো ফুটছিল টগবগ ।

মোক্তারকে ধরিয়ে দিয়েছিলাম মাত্র কুড়ি টাকা -
ইচ্ছে মতন কেসের তারিখ নিতে 
কারণ, তারিখ এলে উকিলবাবুর পেট ফুলে যায় নাকি -
কথাগুলো আমার না, আমার বোনের বরের শোনা ।

যদি প্যাডেলে চাপ দিচ্ছ, অথচ ঘুরছে না চাকা -
বুঝে নাও, তুমি আর ট্র্যাকে নেই ।
শব্দে শব্দ জুড়ে দিলেই কবি হ‌ওয়া যায় জানি,
শীতের বাজারে তাই 'কপি' না থাক, কবির ছড়াছড়ি ।

মন্দিরে কাড়িকাড়ি টাকা দেওয়া মানেই-
কুকুরটাকে পোষ মানানো নয়,
লোকে তোমায় যত‌ই তুলুক, গাছের মগডালে
যত‌ই তুমি কলা শ্রেষ্ঠ দুধসাগর হ‌ও
ভোট ওরা তোমাকেই দেবে কেন ?
ঝান্ডা থেকে মাথা উঁচু, মাথায় ঠাসা আফিং
এইতো সুযোগ হাটুরেদের বাজার বেঁচে দেবার -
রাত পোহালেই হাটের মজা শেষ যে !

তোমার জন্য শুধু একটা সুখবর -
দুঃখ যত গভীর হয়, কবিতা তত‌ই মন ছুঁয়ে যায় জেনো ।




Comments