শুধু একটা কবিতা লিখবো তাই
গুনে গুনে ছত্রিশ পাতা নষ্ট করেছি আজ
অসংখ্য কাটাকুটি, শব্দের খিচুড়ি
অন্তিমে পোস্টমর্টেম - অপঘাতে মৃত্যু ।
একটা কবিতাকে জন্ম দিতে পৃথিবীতে
গুনে গুনে ছত্রিশ-টা স্বচ্ছ পাতার লাশ -
        খালাস করেছি নিজে ।

প্রজাপতির ডানায় যত রঙ আছে এযাবৎ
সবকটি ঢেলেছি মনের ক্যানভাসে
অসংখ্য তারার ভিড়ে তুমি এসেছিলে,
পানসি নৌকায় ভেসেছিলাম
                মেঘ পিয়নের দেশে ।
আমাকে ঝলসে দিয়ে কলঙ্ক কালিমায়
তুমি উজ্জ্বল হলে, হে সুন্দর শ্রেষ্ঠা ।
মেঘ না চাইতেই বৃষ্টি ঝরেছিল সেদিন নেত্রকোণে ।

শুধু একটি কবিতাকে ভালবাসি তাই
দশ মাস দশ দিন সয়েছি, যেন গর্ভ যন্ত্রণা
বহু প্রেম ব্যর্থ করে গড়েছি স্বপ্ন মহল
আমাকে স্বপ্ন দেখিয়েছিল
আকাশের রামধনু, কৃষ্ণচূড়া ফুল ।

যারা প্রেমহীন, পৃথিবীর বুকে তারা অভিশপ্ত ফল
তাই জীবনের অন্তিম প্রান্তে প্রার্থনা এই,
আজ তারা-হীন আকাশে যত দুঃখ মেঘ
ঝরে যাক অনাসৃষ্টি ধারায় 
  অবুঝের মতো অনন্ত সলিলে,
ধুয়ে যাক চন্দ্র, সূর্য, সপ্তর্ষি মন্ডল          
          পৃথিবীর বুকে যত সবুজ প্রাণ
আর ধুয়ে যাক গুনে গুনে ছত্রিশটি সেই পাতা
আমার স্বৈরাচারে যারা কালিমা মেখেছে আজ ।



Comments