শুধু তোমার জন্য

তোমার আমার জীবন আজ
      নদী তো নয় খাড়ি
বিশাল বিশাল পরিক্রমা শেষে
   সকাল সন্ধ্যা নোনা জলের আতঙ্ক -
কখন হঠাৎ পানসি দেবে পাড়ি ।
দু'কুল জুড়ে শুধু স্মৃতির চর,
তোমাকে আমাকে রোমাঞ্চিত করে
খুচরো কিছু তারিখ, যথা বারো ডিসেম্বর ।

জীবনটা আর লতার মতো জড়িয়ে থাকা নয়
এক‌ই ছাদে দুই দুই পরগাছা,
কিংবা আছি দুজন, দুটি রাজ্যের রাজা । 
পাশাপাশি দিব্যি আছি
একে অন্যের খেয়াল রাখি
তবু স্থানে স্থানে শীতে ক্রিমের পালিশ,
তোমার আমার মধ্যে এখন
                বিশাল কোলবালিশ ।

আমাদের অঙ্গীকারের কুন্দকলিরা -
                    এখন বাসিফুল,
হলুদ বেলায় যেদিকে তাকাই
                      শুধুই ভ্রান্তি, ভুল ।
কথায় কথায় কথার খেলাপ হয়
তবু দিনের শেষে ওষুধ হাতে
               যখন দাঁড়াও পাশে
বুকে কোথাও প্রথম দিনের ভরসা ভেসে ওঠে ।
অলসবেলায় সে এক মহেন্দ্রক্ষণ
যখন শুধাও "এই বার্ষিকীতে
     আমার জন্য কি আছে উপহার ?"
বুকের মধ্যে মোহন বাঁশি বাজে
ইচ্ছে হয় তোমায় নিয়ে নতুন করে
      ইনিংস গড়ি আবার ।



Comments