জীবন

পায়ে পায়ে দীর্ঘ পথ চলেছি
সব পথ এখানেই এসে শেষ,
পেছনে একরাশ ধূসর স্মৃতি তবু,
স্মৃতিপটে এখনও - আমি ভীষণ মলিন ।

একটা কাক একা, নিঃসঙ্গ দুপুর -
একদল কাঁকড়ার সতর্ক চলা -
হায়নারা ছায়ার মতো সঙ্গ ছাড়ে না,
আয়নায় যখন‌ই দেখি, আঁচড়ের দাগ -
আমাকে তাই অভিজ্ঞ করেছে বিষাদ, যাতনা ।

ভিখারীর ভাঙ্গা পাত্র জুড়ে অসীম প্রত্যাশা
প্রত্যাশারা আগুনের মতো অনিঃশেষ,
শুকনো বালির নীচে অগাধ সমুদ্র
তবু বালুকাবেলায় যখন‌ই গিয়েছি,
হাওয়ায় হাওয়ায় শুধু শুকনো বালুকণা ।

জীবন মানেই সদা সমুহ বিপদ
পায়ে পায়ে ফোটা গোলাপ নয় শুধু,
জীবনের শেষ প্রান্তে এখনও মরীচিকাতেই আনন্দ,
আনন্দের অন্তিমে আবারো বিষ আর বিষ ;
যে উলঙ্গ ছেলেটি আনন্দে হেঁটে গেল এইমাত্র এখানে,
তার জঠরেও জেনো, অনাদিকাল থেকে অনন্ত ক্ষুধা !


Comments