অন্তিম সুখ

তোমার আমার রসায়ন
অসমাপ্ত জটিল অঙ্কের মতো,
দু'টো আলাদা বৃত্তকে অদৃশ্য রেখায়
এক সমীকরণে আঁকার নিয়মবহির্ভূত প্রচেষ্টা ।

আমাদের এই টানাপোড়েন
কবে জন্ম নিল, কোন মোহনার তীরে,
ইচ্ছে করেই ইতিহাস তার মুছে দিয়েছি আমি।
আমার দীনতা আর তোমার অতৃপ্তি
আমাদের টেনে আনে ঘড়ির অসময়ে ।

যখন মনে আর শরীরে আগুন জ্বলে,
কবিতারা ঝলসে যাওয়া পাপড়ির মতো
                             বিভৎস দেখায় ।
নদী যেমন মোহনায় এসে কলধ্বনি হারায়,
একটা অস্ফুট গোঙানি জন্ম নেয় সমুদ্র মন্থনে -
ঘাম আর পারফিউমের সংগমে
সূর্যালোক দেখে একফোঁটা অন্তিম সুখ ।
তারপর জল আর কাপড়ে কঠিন বাস্তব -
তুমি দুই সন্তানের জননী
আর আমি ভ্যাগাবন্ড ফেইসবুক কবি !

Comments