ভাঙ্গা কলম

লালবাগের পথে হাঁটছিলাম গতকাল দুপুর -
রাস্তার একপাশ ঘেঁষে সবুজের শ্মশাণ ।
বাগানের কুলি কামিনের শরীরের মতো
এখানে ওখানে ছড়িয়ে আছে অবহেলায়
শিঁকড় উপড়ে ফেলা অসংখ্য গাছের লাশ -
যার অনেকটাই গুম হয়ে গেছে অদৃশ্য লাশঘরে, 
নগ্ন মাটি ধর্ষিতা নারীর মতো বিভৎস, করুণ ।
এখানেই ডলু লেকের কোলে প্রথম জীবনে
আমি আর আমার প্রেম কাটিয়েছি অনেক দুপুর
                                    নিভৃতে, নীরবতায় ।

এখন আর কৃষ্ণচূড়ারা শৃঙ্গার করে না এখানে
রাস্তার পাশে গজিয়ে ওঠা ঝোপ
আড়ালে টানে ঝলসে যাওয়া মাটিকে
                     ব্যর্থ প্রয়াসে, নিরন্তর ।
মাটিতে কান পাততেই বোবাকান্নার স্পষ্ট শব্দ,
সাদা রক্তে ছাপছাপ দম্ভ আর উচ্চ অভিলাস ।
এখানেই এককালে উজ্জ্বল ইতিহাস ছিল
সিঁড়ি ভাঙতে ভাঙতে পৃথিবীটা এখন এতটাই নীচু
চিত্রগুপ্তের নজর এড়িয়ে যায় বারংবার ।
আসলে কলম যদি ভাঙ্গা হয় ইতিহাস রচে না,
কথাগুলো অনেকেই বুঝতে চান না !

Comments

Post a Comment