এখনো চিলেকোঠা আর একফালি ছাদ 
আমার শিরদাঁড়ায় শিহরণ জাগায় ।
কাঠফাঁটা রৌদ্রে তুলির পেলবে ঝড় আঁকা দুপুর
আমার সর্বস্ব কেড়ে নেওয়া বাদশাহী মুহূর্তগুলো
আমি প্রতিটি রাত জেগে রোমান্থন করি আজো ।

আমার সমস্ত শরীরে শঙ্খিনীর ছোবল
সুর আর অসুরের সমুদ্র মন্থন -
আমি আন্দোলিত হ‌ই সামুদ্রিক তুফানে,
ঝিনুকে ঝিনুকে খুঁজি মুক্তোর সন্ধান !
পদ্মে শিশির দানার মত সারা অঙ্গে শিহরণ
রোমে রোমে রমণ যেন আকন্ঠ পিপাসায় -
নীল তীব্র বিষে লুকিয়ে স্বর্গীয় আনন্দ 
আমাকে ভিখারি সাজায় ষোড়শী শরীর
আমি মেঘ হয়ে ইচ্ছে নদীতে ভাসি ।

 ছাদের কোনে অবহেলার চিলেকোঠায়
আমার পূর্বপুরুষের শেষ অস্তিত্ব কাঠের পালংএ
নির্জন মাঝ দুপুরে আমি পানসি নৌকায় ভাসি !

Comments