শরীরটা শরীর ছুঁতে চায় ।
ঝর্ণা যেমন পাহাড়ে গা ঘষে,
মেঘেরা আকাশ আর তোমার শাড়িটা -
যেমন আষ্টেপৃষ্টে ধরে থাকে তোমাকে,
তেমনি পোড়া শরীরটা শরীরের জন্যে
          আকুলি-বিকুলি করে ।

ভীড় রাস্তায় ফেরিওয়ালা হাঁক পাড়ে 
চুড়ি -, নথ -, মালা -
সবাই নয়, তবে কেউ কেউ বাড়িয়ে দেয় গলা
কেউ গলায় ফাঁস এঁটে আছাড়ি বিছাড়ি খায়,
কেউ বারবার ফাঁস টেনেও তৃপ্ত হয় না ।
আমার মনটা নদীর মোহনার মতো
পথগুলো, গভীর নয়, তবু -
প্রতিদিন নতুন পথের হদিশ খুঁজে পাই ।

মনের মধ্যে জন্তু বাস করে জানি
তার কালো দাঁত আর তীক্ষ্ণ নখগুলো
আমি দেখেছি বহুবার ।
যখন আড়াল ছেড়ে প্রকাশ্যেতে আসে
আমি ভয়ে ভয়ে চুপসে থাকি সারাদিন
কি জানি কখন কী বিপত্তি ঘটে আবার ।

মাঝে মাঝে মনে হয় যুদ্ধ বিধ্বস্ত দুপুরে
ক্লান্তি আর ক্লেদ মাখা শরীরটাকে
নিমেষে আগুনে ছুড়ে ফেলে দিই ।
ভেতরে জমে থাকা লালা আর লালসা
ধিক্ ধিক্ করে জ্বলুক চোখের সামনে -
হয় জ্বলে পুড়ে খাক হয়ে যাক
নয়তো পুড়ে পুড়ে খাঁটি সোনা হোক ।


Comments