লালবাগ


এমন বৃষ্টির রাতে আমি কামসূত্র পড়ি ।
ঝড় ঝঞ্ঝার সাথে বিদ্যুৎ ঝলকে
আমার গোলাপী চোখ বারবার ঝলসে উঠে ।
সারা শরীর জুড়ে আগুন নিয়ে যখন প্রেত নৃত্য চলে
রাত জেগে তখন‌ কামসূত্র পড়ি ।

পেঁচার ডাক আর শেয়ালের 'হুক্কা- হুয়া'র
বীভৎস শীৎকার 
সব মিলে মিশে একাকার ।
মুখ বুজে থাকে মোসাহেবের দল 
চিন্তামণির চিন্তা ফুরিয়ে যায়, সেই ভুত অমাবস্যার রাতে,
কিছু 'রতনমণি'রা আতঙ্কে দাওয়ায় পিঁড়ি পেতে দেয়;
ঝড় ঝঞ্ঝার ঝঞ্ঝাটে অসহায় চাঁদেরা তখন 
                       ‌‌রাতভর নিঃশব্দে কাঁদে ।
আমি দেখি আর অনুভব করি অদ্ভুত এই পূর্ব রাগ !

রাতভোর হতেই, ভোরের সূর্য দেখে -
লালবাগ ধর্ষিতা, সৌজন্যে গৃহস্বামীর পোষ্য !
আমি তখন রাত জেগে কামসূত্র পড়ি, আর -
 এক মনে খুঁজি চৌষট্টি কলার রহস্য !

Comments