ছাই চাপা

আকাশের দিকে তাকিয়ে একদৃষ্টিতে
কুলি সর্দার রামদেও বলতে পারতো -
কখন কোথায় বৃষ্টি হবে আজ,
ধূলো উড়িয়ে পরাণ মাঝি 
                  হাল ধরতো নৌকাতে ।
গাভিনটার দাঁত গুনে রামদরিয়া
দিব্যি বলে দেয় অবিকল বয়স আর -
মুখাগ্নি শেষে শ্মশানবন্ধুরা জানে
কতটা সময় লাগে লাশটা পুড়ে খাক হয়ে যেতে ।

নদীর বাঁক চলে জ্যামিতিক নিয়মে, জানি ।
যদিও অনেকেই জানেন না বা মানেন না
ভালবাসা আর ভালো লাগায় ফারাক কিন্তু বিস্তর,
চোখে চোখ রেখে কথা বলা চলে
শুধু মুখ দেখে বলতে পারি না -
কতটা বিষ লুকিয়ে আছে মনের ভিতর ।

মানুষের জীবনটা বিচিত্র রঙের ক্যানভাস
আলাদা করে এক একটি রঙ - আলাদা চরিত্র,
কারো সাথে কারো মিল নেই অথচ
একসূত্রে গাঁথা - অদ্ভুত ক্যালেইডোস্কোপ ।
শুধু যে রঙটা চাপা পড়ে গেল ছবির স্বার্থে
সে ফুরিয়ে যায় না, হারিয়ে যায় -
ছাই চাপা স্ফুলিঙ্গের মতো 
জমে থাকে, স্মৃতির গহনে
     কোন এক ব্রাহ্ম মূহুর্তের অপেক্ষায় ।


আমার না বলা কথা

Comments