ঘড়া

প্রতিটি গল্পের একটা শুরু থাকে ।
একটা নদীর যেমন থাকে ঝর্ণা - 
       পাহাড়ের পাদদেশ -
ঠিক তেমনি, জন্ম‌ই হচ্ছে মৃত্যুর উৎস -
মানা কিংবা না মানায়, যায় আসে না ।
গ্যালিলিওরা আজ‌ও শূলে চাপলেও
সত্যিটা চিরকালই সত্যি ! 
ঋষি জনের বাক্যি, বহুবার প্রমাণিত ।
ভালবাসার আগেও একটা ভালো লাগা থাকে
কেউ বুঝতে পারলেও, অনেকেই - না ।

একটা ফুল শুকিয়ে যাওয়া মানেই
সব কিছুর শেষ হয়ে যাওয়া নয়,
আরো একটা অঙ্কুরের সূত্রপাত এখানেই ।
দমকা হাওয়ায় সব উড়ে গেলেও
কিছু স্পর্শ সুখ উত্তাপ দেয় আজীবন ।

গালভরা নাম দিয়ে তাকে যখন‌ই কাছে ডাকি
মরণ ! মূহূর্তে তার চলে যাওয়ার টাইম ওয়াচ
                চলতে শুরু করে ।
জোয়ার ভাটার মতো ভালবাসার ঘরে
অমাবস্যা পূর্ণিমা-টিও সত্যি !
আমার জীবন থেকে হাড় জ্বালিয়ে শেখা
কোন পুঁথি থেকে নকল করা নয় -
বিয়ে মানেই ভালবাসা কফিন বন্দি করা -
আবার মিলনের মুহূর্তেই বিচ্ছেদের প্রহর গোনা শুরু ;
আমার সারাদিন ঘাটে কাটে দেখতেই পাও
 দিনান্তে তবু দেখো শূন্য কাঁখের ঘড়া !

Comments