প্রকৃতি

পোষাকি শিক্ষা তোমার নেই
তবু পদে পদে তোমার কাছেই
পাঠ নিচ্ছি আজ !
অনেকটাই পাশ করে কিংবা না করেই
যখন বুদ্ধির বড়াই করি -
যন্ত্র আর জন্তুর শক্তি নিয়ে
আস্ফালনে মাতি -
তুমি তখন শান্ত, সহ্য করো সব,
বারবার লক্ষ্মণ রেখা টানি ক্রমাগত
          ভাঙ্গি বারবার ।

কারো কাছে তোমার অভিযোগ নেই -
তবু একবুক অভিমান নিয়ে তুমি নির্বিকার ।
সারাদিন নষ্টামীতে কাটে,
শুধু রুদ্র হলে তুমি, প্রমাদ গুণি -
 মুখ লুকাই তোমার বুকের খাঁজে, আতঙ্কে -

যত‌ই উড়ি আকাশে, মেঘ ছুঁই, 
চাঁদে ডানা মেলি -
নিজেকে ঈশ্বর ভেবে 
মন জিতি চন্দ্রকিরণে -
দিনের শেষে তোমার কাছেই
আমার শেষ আশ্রয়।
শত অপরাধ শেষে হাঁটু গাঁড়ি প্রতিবার - পুনর্বার !




Comments