ভাবনা

কৃষ্ণচূড়ারা অদ্ভুত লাল রঙে সেজেছিল সেদিন ।
কিছু পাতাবাহার নতুন বৃষ্টির দৌলতে
গায়ে গতরে বেড়ে উঠছে সবে,
তাতেই সাতসকালে কিছু হুল্লোড়ে ছোকরার উৎসাহে
ছাগলে মুড়িয়ে দেওয়া হাল ।

মোড়ে মোড়ে কিছু বাঁধানো বেদীতে
বছর জুড়ে ধূলোর আস্তরণ !
কে বা কাদের জুলুমে কার পকেট কেটে
ইটের গাঁথুনি আর টাইলস লেগেছিল
তার ইতিহাস সবটাই শ্যাওলাতে ঢাকা ।
কাকের বিষ্ঠার ফাঁক ফোঁকরে 
গজিয়ে উঠেছে বেহায়া বটের চারা,
সবাই দেখেও দেখতে পায়না চোখে ।
যারা বানিয়ে ছিল তারা ব্যস্ত ভীষণ,
শুধু এই বিশেষ দিনেই মনে মনে ভাবে 
" একটা বাতি লাগানোর ছিল খুব প্রয়োজন ।"

Comments