গ্যারেজ

টুকটাক 'ব্যায়ারাম' ছিল গাড়িটার
তাই সারাতেই গ্যারেজে আনা সেদিন,
নরেনের 'ব্যায়ারাম' একটুখানি কঠিন
ওরে গ্যারেজ করা ছিল পরিবারের অসাধ্য ।

নরেন শুয়ে, বসে, ডিগবাজি খেয়ে
গাড়ি সারাই করে আট ঘন্টা প্রতিদিন,
বাকিটা সময় একান্ত নিজস্ব তার,
নরেনের বৌ প্রতিদিন অপেক্ষাতে থাকে
নরেনের সারাই হয় বস্তির ঘুমটি ঘর ।

সেদিন নরেন শুয়েছিল গাড়ির নিচে
গাড়িটার অপারেশন চলছিল তখন,
হয়তো চালকের ভুল, গাড়ি ঠিক হয়েছিল ঠিকই
নরেনের পা দুটো থেঁতলে গিয়েছিল চাকার চাপে ।

যারা এক্সিডেন্ট করেছিলে সেদিন
তারাই নরেনকে গ্যারেজ করেছিল তার ঘরে,
এখন নরেনকে শুয়ে থাকতে হয় পাকাপোক্তা 
শুধু ওর বৌটা উধাও হয়ে যায়  যখন তখন 
                    রাত বিরেত ।


আমার না বলা কথা

Comments