কবিতা

প্রতিটি শব্দের মধ্যে আমি কবিতাকে খুঁজি ।
প্রখর রৌদ্রে, কিংবা একপেশে বৃষ্টির ফোঁটায়,
ঝড়, জল আর উচ্ছাস -
মন্দ্রিত করে আমার বুক, নিঃশব্দে ।
ধ্বনিগুলো পদধ্বনি তুলে
অঙ্গনে অঙ্কন করে নিশি ভোর ।
আমি দেখি আর কবিতাকে খুঁজি !

যে পথে নদী গেছে এঁকে বেঁকে -
তার‌ও জ্যামিতিক হিসাব রেখেছে কেউ ।
অঙ্কের শুভঙ্করী ধাঁধায় তার হিসাব মিলেছে ।
                                     প্রমাণিত ।
শুধু যে কথাগুলো ছুঁয়ে গেল
মন থেকে মনে, নীরব গোপনে 
একদিন জোয়ারে, কোন এক ঠিকানায় -
তারে আমি ধরে রাখি, সে সাধ্যি নেই !
সে চলে গেছে ভাঁটার টানে
নিয়মের গন্ডি মেনে, সময় হতেই ।
আমি শুধু ঝিনুকে ঝিনুকে খুঁজি
              তার স্পর্শ সুখ,
রক্তাক্ত হয়েও জাগি রক্তের টানে !
কবিতা আমার একার -
             একান্তই বিষন্ন বিকাল !

Comments