ঈশ্বর

তোমার আর ওদের মধ্যে তফাৎ টুকু কোথায় ?
ওরা রাতের অন্ধকারে তালা ভাঙ্গে‌ -
আর তুমি ? তুমি চালাও বুলডজার ।
তোমাদের দুজনেরই তরবারি আতঙ্ক ছড়ায় মূহুর্তে ।
তোমার আর ওদের মধ্যে ফারাকটা কোথায় ?

যারা দুর্বল তুমি ছিলে আশ্রয় ওদের
তোমার উপর আস্থা, তাই 
রাত গভীর হলেও ঘুম আসে চোখে ।
মুখে হাসি বুকে বল তেজহীন মনে
কত নিশ্চিতে হেসে বলে, তুমি আছো ওদের সাথে,
বিপদে, সম্পদে -
অনিশ্চিত ভবিষ্যত, তুমি শোনাও স্বপ্নকথা ।
আজ রাতের ঘুম কাড়ে প্রহরীর দল
'ভরসা' শব্দটি উৎভ্রান্তের মতো -
লাঞ্চিত হয় বারংবার,
এ তোমার চাঁদের কলঙ্ক ।

তুমি জানো না বাতাস বিষাক্ত, 
বুট আর বারুদের গন্ধে
অকালেই কৃষ্ণচূড়ার সময় হয়েছে শেষ,
তিতলীরা ঘর ছেড়ে চাতালের খোঁজে -
কবি তোমার কলম কাঁদে কেন ?
আজ, আবারও কি রাত্রি নামলো সেই কাকভোরে  ?


Comments